ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ট্রাক ছিনতাইয়ের মূল হোতা গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশে ট্রাক ছিনতাই সিন্ডিকেটের মূল হোতা মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।  

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ।  

মনিরের তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছিনতাই হওয়া ৫টি ট্রাক উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গত ৬ জুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে একটি ট্রাক ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাজবাড়ি জেলার আহাদকে আটক করে।

পরে তার তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে সুজন ও আরিফকে আটকের পর পুলিশ সারাদেশে ট্রাক চুরির মূল হোতা মনিরকে সনাক্ত করে।  

পুলিশ সুপার বলেন, মনিরের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার আদর্শপাড়ায়। গত ৪ জুলাই চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে মনিরকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

তাকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, সারাদেশ থেকে ট্রাক চুরির পর বিআরটিএর একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ট্রাকের নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরি করা হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে পরে তা বিক্রি করে দেওয়া হয়। 

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক ছিনতাইয়ের তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান রাজশাহী পুলিশ সুপার।  

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি